সিলেটের গোয়াইনঘাট উপজেলায়
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া নওয়াগাঁও আঞ্চলিক শাখার পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (১ ফেব্রয়ারী) বেলা ২ টায় দশগাঁও নওয়াগাঁও হাই স্কুল এন্ড কলেজ হলরুমে নওয়াগাঁও আঞ্চলিক শাখার সভাপতি জাকারিয়া আহমদের সঞ্চালনায় সিলেট জেলা তালামীযের যুগ্মসাধারণ সম্পাদক হাফিজ গুলজার আহমদের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক দুইবারের উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মাহবুব আহমদ, প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য নাসির উদ্দিন,নওয়াগাঁও গ্রামের মুরব্বি মনোহর আলী, মজর আলী, শিক্ষক আব্দুল কাদির সিরাজী, মাষ্টার আব্দুল জব্বার।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, নওয়াগাঁও আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মোঃ ফজর আলী, সোহেল রানা রনি, ইকবাল হোসেন, সালেহ আহমদ সহ আরো অনেকে।