ঠাকুরগাঁও ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - News Portal 24
ঢাকাFriday , ৩ ফেব্রুয়ারী ২০২৩

ঠাকুরগাঁও ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আব্দুস সালাম রুবেল, স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারী ৩, ২০২৩ ৭:৫০ অপরাহ্ন
Link Copied!

শিক্ষাক্রম ২০২৩ সংস্কার বিতর্কিত পাঠ্যক্রম বাতিল সুইডেন ও ডেনমার্কে কুরআন অবমাননার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী আন্দোলন ঠাকুরগাঁও জেলা শাখার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

শুক্রবার নামাজের পরে পৌর শহরের আর্ট গ্যালারি এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পাঠাগার চত্বরে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ ইসলামী আন্দোলন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আলহাজ মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার
সহ-সভাপতি হাফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ইসলামী যুব আন্দোলনের জেলা শাখার সভাপতি মুসা বিন হারুন, ছাত্র আন্দোলন এর সভাপতি নুর আলম সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন শিক্ষাক্রম ২০২৩ সংস্কার বিতর্কিত পাঠ্যক্রম বাতিল সুইডেন ও ডেনমার্কে কুরআন অবমাননার প্রতিবাদে আজ মুসলিম সম্প্রদায়ের মানুষদের এই মানববন্ধন করতে হচ্ছে।

অবিলম্বে এই সমস্যাগুলো সমাধান না করা হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

আরও পড়ুনঃ  দশ মাসে কুরআনে হাফেজ গোয়াইনঘাটের মোঃ ইমাদ উদ্দিন