মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঘিওর দূর্গা নারায়ণ পাইলট উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রিড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মাধ্যমে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ. এম নাঈমুর রহমান দুর্জয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল আলিম মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান আলাই ও সহকারী প্রধান শিক্ষক আফজাল হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ. এম নাঈমুর রহমান দুর্জয় বলেন, জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। শিক্ষার আলো প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গেছে। তার ধারাবাহিকতায় ঘিওর দূর্গা নারায়ণ পাইলট উচ্চ বিদ্যালয় এ সাফল্য অর্জন করেছে। তিনি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীসহ সকলের প্রতি অভিনন্দন জানান।
সর্বশেষ প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।