জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের বীরশ্রী ইসলামিক কিন্ডারগার্টেন এর সহকারি শিক্ষক ডা. ফয়সাল আহমদ এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট আই নিউজ এর সম্পাদক ও সাংবাদিক লিমন তালুকদার।
বুধবার এক শোক বার্তায় তিনি বলেন, ‘শিক্ষক ফয়সাল আহমদ একজন অমায়িক ব্যক্তিত্ব ছিলেন। তাঁর হাত ধরেই আমার হাতে খড়ি হয়েছিল। তিনি শিক্ষকতার পাশাপাশি একজন পরোপকারী ব্যক্তি ছিলেন। সমাজের অসহায় মানুষের জন্য নানা ভাবে কাজ করে গেছেন। আমার শিক্ষা জীবনেও তাঁর অবদান অনস্বীকার্য’।
তিনি ফয়সাল আহমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এরআগে, ফয়সাল আহমদ বুধবার (১ ফেব্রুয়ারি) ভোর ৫টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।