ওএমএস ব্যবস্থাপনার ঘাটতি সহ নানা অনিয়ম দূর করতে খোলাবাজারে পণ্য বিক্রি বা ওএমএসের চাল ও আটা তালিকা করে কার্ডের মাধ্যমে দেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। বৈঠকে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন। বৈঠকে আসন্ন রমজানে বাজার পরিস্থিতি নজরদারি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এছাড়া বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন আইন ২০২৩ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।