সিলেটের ওসমানীনগরে দাওয়াতুল ঈমান মক্তবের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ২টায় উপজেলার উপজেলার দয়ামীর ইউপির চিন্তমনি বাজার সংলগ্ন হাফিজ মনসুর কমপ্লেক্সে মক্তবের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সিলেট জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদ্রাসার মুহাদ্দিস মুফতী মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও রোটারিয়ান শাহ জামাল আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, খাগদিওর ইসলামিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নূরুল ইসলাম চৌধুরী লয়লা, খাগদিওর ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা সিকন্দর আলী, দয়ামীর মাদ্রাসার শিক্ষক মাওলানা হুসাইন আহমদ দেওবন্দী, মাওলানা শাখাওত হোসেন, অবসর প্রাপ্ত শিক্ষক সামসুল আলম খান, সমাজসেবক ফয়ছল খান সহ স্থানীয় উলামায়েকেরাম।
আলোচনা ও দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন হাফিজ মাওলানা ইয়াহইয়া খান ও নাতে রাসুল (সা:) পরিবেশন করেন মাওলানা সালমান খান। জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদ্রাসার মুহাদ্দিস মুফতী মাওলানা আতাউর রহমানের বয়ান ও দোয়ার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।