উলাইল মডেল উচ্চ বিদ্যালয়ের ৩২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - News Portal 24
ঢাকাMonday , ১৩ ফেব্রুয়ারী ২০২৩

উলাইল মডেল উচ্চ বিদ্যালয়ের ৩২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মামুন আব্দুল্লাহ, মানিকগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারী ১৩, ২০২৩ ১০:২৫ অপরাহ্ন
Link Copied!

মানিকগঞ্জের দৌলতপুর উলাইল মডেল উচ্চ বিদ‍্যায়ের ৩২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার উপজেলার উলাইল মডেল উচ্চ বিদ‍্যালয় মাঠে দিনব‍্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্র/ছাত্রীরা অংশ গ্রহন করে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, কোরআন তেলয়াত, গীতা পাঠ, স্বাগত ভাষণ, অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের অতিথি ছিলেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়।অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অত্র বিদ্যালয়ের সভাপতি এ‍্যাড. একেএম আজিজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসার এমদাদুর রহমান তালুকদার, কলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আখিনুল ইসলাম চৌধুরী, দৌলতপুর পাইলট উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বৃন্দ।

অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন, অত্র বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক।

এসময় আরো উপস্থিত ছিলেনন, প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, সাংবাদিক সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান মিন্টু মোল্লা সহ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ বিজয়ী ছাত্র ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

আরও পড়ুনঃ  এম. জি ক্রিকেট ক্লাব'র প্রথম টি-১২ ক্রিকেট সুপার লীগ সম্পন্ন