সিলেটের ওসমানী নগরে আলহাজ্ব রফাত-আছিয়া ইবতেদায়ী মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
মঙলবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নিজ বুরুংগা ইউনিয়নের কামার গাঁও বেলাল নগর মাদরাসা দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় ও কালো পতাকা উত্তোলন (অর্ধনমিতকরণ), প্রভাতফেরি ও ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ইবতেদায়ী শিক্ষার্থীদের নিয়ে ক্বেরাআত, রচনা, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, উপস্থিত বক্তৃতা, হামদ-নাত ও ক্রীড়া প্রতিযোগিতা।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার দূর্নীতি বিরোধী সোসাইটির সিলেট জেলা শাখার সহ-সভাপতি হাজি মাসুক মিয়া।
মাদরাসা প্রধান শিক্ষক হাফিজ মাওঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে সহকারী শিক্ষক এ,আর,কাওছারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ক্বারি আং ওয়াহিদ, মাওলানা মামুন,শিক্ষিকা তানজিনা তাজিন, তামান্না আক্তার, লিমা, সমাজ কর্মী শাহজাহান গাজী, শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ, প্রমুখ।
সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন, মাদরাসার পরিচালক এডভোকেট মুজাক্কির হোসেন, সভার শেষে শহিদদের রুহের মাগফেরাত কামনা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় ও পুরস্কার বিতরণ করা হয়।