‘আমার ছেলে অবিবাহিত চলছে বিয়ের প্রস্তুতি, দুই মাস পর দেশে আসার কথা’ – News Portal 24
ঢাকাFriday , ২৪ ফেব্রুয়ারী ২০২৩

‘আমার ছেলে অবিবাহিত চলছে বিয়ের প্রস্তুতি, দুই মাস পর দেশে আসার কথা’

নিউজ পোর্টাল ২৪
ফেব্রুয়ারী ২৪, ২০২৩ ১১:২২ অপরাহ্ন
Link Copied!

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত পাঁচজনের বাড়ি ফেনীর বিভিন্ন উপজেলায়। মর্মান্তিক এ খবর পাওয়ার পর পরিবারগুলোতে চলছে শোকের মাতম। নিহতদের লাশ দ্রুত ফেরত চান পরিবার।

নিহতরা হলেন- ফেনী সদর উপজেলার ইসমাইল হোসেন (৩৮), দাগনভূঁইয়া উপজেলার মোস্তফা কামাল পোপেল (৩৪), একই উপজেলার দীন মো. রাজু (৩৪), জেলার সোনাগাজী উপজেলার মো. আবুল হোসেন (৩২) ও আবুল হোসেনের ছেলে নাদিম হোসেন (১৩)।

দুঘর্টনায় নিহত ইসমাইল হোসেনের বাবা শরীয়ত উল্লাহ জানান, আমার ছেলে ইসমাইল হোসেন অবিবাহিত। আগামী দুই মাস পরে দেশে আসলে তাকে বিয়ে করানোর প্রস্তুতি চলছে। সে ১১ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় থাকেন। তিনি আরও বলেন, আমার ছেলেকে হারিয়েছি তবে লাশটি দ্রুত ফেরত চাই।

বিভিন্ন সূত্রে জানা যায়, শুক্রবার আনুমানিক সকাল ৯টার দিকে আনিসুল হক নামের এক প্রবাসী বাংলাদেশীকে এয়ারপোর্টে পৌছে দেয়ার পথে কেপটাউনের বাফেলো নামক জায়গায় মাল বোঝাই এক লরির সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে দুমড়েমুচড়ে যায় তাদের গাড়ি। এতে ঘটনাস্থলে ৫ বাংলাদেশী নিহত হয়। দুঘর্টনায় আহতরা হলেন দাগনভূঁইয়া উপজেলার আনিসুল হক ও ঢাকার নাহিদ।

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত ব্যবসায়ী শুকলব মজুমদার জানান, সড়ক দুর্ঘটনার খবর শুনার পর থেকে যোগাযোগ করা হচ্ছে। লাশ দ্রুত দেশে আনার বিষয়ে সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

দাগনভূঞার ইউএনও নাহিদা আক্তার তানিয়া জানান, উপজেলার রাজু আহমেদ ও মো. মোস্তফা নিহত হয়েছেন। তাদের পরিবার সম্পর্কে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। দুজন নিহত ছাড়াও উপজেলার আরও একজন আহত হয়েছেন। আর সোনাগাজীর চর মজলিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হোসেন বলেন, আবুল হোসেন দীর্ঘদিন ধরে সাউথ আফ্রিকা বসবাস করতেন এবং তিনি গাড়িচালক হিসেবে কাজ করতেন।

ফেনীর পুলিশ সুপার মো. জাকির হাসান বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। নিহতদের পরিবারের খোঁজ-খবর নেয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার জন্য পিলখানা ট্রাজেডি: ফাইট ফর রাইটস ইনটারন্যাশনাল