২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ ভাষা শহীদদের প্রতি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
২১শে ফেব্রুয়ারী রাতের প্রথম প্রহরে তাজপুর ডিগ্রি কলেজ শহীদ মিনার প্রেসক্লাবের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পুস্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনা।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর (সার্কল) রফিকুল ইসলাম, ওসমানীনগর থানার ওসি এসএম মাঈন উদ্দিন, শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল চন্দ্র দেব, উপজেলা ভাইস চেয়ারম্যান আনা মিয়া।
পুস্পস্তবক অর্পণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন, সহ-সভাপতি লিলিউর রহমান পংকি, কোষাধ্যক্ষ কবির আহমদ, সদস্য উজ্জ্বল দাশ, মলয় চক্রবর্তী ও এমদাদ খান।