মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ওসমানীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগ শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলার তাজপুর ডিগ্রি কলেজ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ প্রদানকালে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মহিমা সুলতানা সুমি, সাধারণ সম্পাদক মুক্তা পারভীন, কোষাধ্যক্ষ জেসমিন আক্তার, কার্যনির্বাহী কমিটির সদস্য ইউপি সদস্য চামেলী রাণী, আলেয়া বেগম সহ আরো অনেকে।