স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতা থাকলে বীর মুক্তিযোদ্ধাগণ ভালো থাকে। দেশকে অকার্যকর করতে দেশ ও বিদেশে নানান ধরনের ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখতে মুক্তিযোদ্ধাসহ দেশবাসীকে সজাগ থাকতে হবে।
বৃহস্পতিবার বিকালে মানিকগঞ্জ বিজয় মেলার মাঠে মুক্তিযোদ্ধাদের মিলন মেলার উদ্বোধনকালে এ কথা বলেন মন্ত্রী।
মানিকগঞ্জে ৭টি উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের নিয়ে এ মিলনমেলার আয়োজন করা হয়।
দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-স্বরাষ্ট্র মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি।
এ সময় সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ গোলাম মহীউদ্দীন, ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ নূরুল ইসলাম, মানিকগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান, পৌরসভা মেয়র মোঃ রমজান আলী সহ বীর মুক্তিযোদ্ধাগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।