আরবের বর্ষসেরা ক্রীড়াবিদ হাকিমি – News Portal 24
ঢাকাSunday , ২২ জানুয়ারী ২০২৩

আরবের বর্ষসেরা ক্রীড়াবিদ হাকিমি

নিউজ পোর্টাল ২৪
জানুয়ারী ২২, ২০২৩ ৮:১৮ অপরাহ্ন
Link Copied!

২০২২ সালের কাতার বিশ্বকাপে সবাইকে চমকে দেয় মরক্কো। আফ্রিকা মহাদেশের ইতিহাসে প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে খেলে তারা। বিশ্বকাপে চতুর্থ স্থান অর্জন করে দলটি। সেই রূপকথার অন্যতম নায়ক ছিলেন মরক্কোর পিএসজি তারকা আশরাফ হাকিমি।

পিএসজিতেও নিয়মিত আলো ছড়াচ্ছেন হাকিমি। এরই স্বীকৃতি পেলেন তিনি। তাঁর হাতে ওঠেছে বর্ষসেরা আরব ক্রীড়াবিদের পুরস্কার। গত বছর পারফরম্যান্সে আরব দেশগুলোর অন্যান্য ক্রীড়াবিদকে ছাপিয়ে যান তিনি।

শনিবার সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হয় ‘জয় অ্যাওয়ার্ড সেরেমনি’। মায়ের সঙ্গেই সেখানে হাজির হন হাকিমি।

পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত হাকিমি, ‘আসসালাম আলাইকুমু, এখানে এসে সত্যিই খুশি আমি। সৌদি আরব একটি বিশেষ দেশ। মায়ের সঙ্গে এখানে থাকতে পেরে আমি সত্যিই খুশ্যি। তিনি আমার পাশে আছেন। পিএসজি এবং আমার দেশ মরক্কোকেও পাশে থাকার জন্য ধন্যবাদ। এখানে এসে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে।’

কাতার বিশ্বকাপে প্রতিটি জয়ের পর মায়ের সঙ্গে নেচে-গেয়ে উদযাপন করেছেন মরক্কোর ফুটবলাররা। মায়ের প্রতি হাকিমির ভালোবাসা নজর কেড়েছে পুরো ফুটবল বিশ্বের। বিশ্বকাপ শেষে দেশে ফেরার পর হাকিমিদের বীরোচিত সংবর্ধনা দেওয়া হয়।