প্রবাসীরা দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন: নাদেল
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, প্রবাসীরা দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন, দেশে যতবড় দূর্যোগ এসেছে শুরুতে এগিয়ে আসেন প্রবাসীরা। শিক্ষা স্বাস্থ্য বিনোদন সহ সবকিছুতেই তাদের অবদান অবিস্মরণীয়।
গতকাল বুধবার বিকেলে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের নগরীকাপন গ্রামে সেলিম চৌধুরী ফাউন্ডেশন ২য় ফুটবল টুনার্মেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
যুক্তরাজ্য কমিউনিটি নেতা এনআরবি ব্যাংক এর ডিরেক্টর সেলিম চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেদ আহমেদ মুসা, গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, আতাউর রহমান মানিক, সমাজসেবক সৈয়দ আনোয়ার আলী, যুক্তরাজ্য কমিউনিটি নেতা আনোয়ার আলী, মাহবুব আলম চৌধুরী মাখন, কামাল চৌধুরী, আবদুর রহমান নাজ, লতিফুর রহমান সুজন, জাবের আহমদ, আতাউর রহমান তপন, হাজী মানিক মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য লেবু মিয়া,সাবেক ইউপি সদস্য তছন মিয়া,গোয়ালা বাজার শ্রমিক শাখার সাবেক সভাপতি মোহাম্মদ হান্নান মিয়া, ছাত্র নেতা হানিফ আহমদ, মিজানুর রহমান, সৈয়দ আক্তার আলী, আরব আলী, সিজিল, নাইম, মাসন, নূর মোহাম্মদ ফয়সল, বেলাল আহমদ, সালু মিয়া, সুহেল আহমদ, ময়না মিয়া,শিপন আহমেদ,আফজল মিয়া প্রমুখ।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে নুনু ফুটবল একাডেমি টুকের বাজার একাদশকে দুই এক গোলে হারিয়ে বিজয়ী হয় নুনু ফুটবল একাডেমি।