সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতি অশোক, সম্পাদক সুহেল - News Portal 24
ঢাকাFriday , ১৩ জানুয়ারী ২০২৩

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতি অশোক, সম্পাদক সুহেল

অনলাইন ডেস্ক
জানুয়ারী ১৩, ২০২৩ ২:২৭ অপরাহ্ন
Link Copied!

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অশোক পুরকায়স্থ সভাপতি ও গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) সাধারণ সম্পাদক পদে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) ভোর ৬:০০ টায় এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আক্তার উদ্দিন আহমদ এডভোকেট। এসময় তাহাকে নির্বাচনের ফলাফল ঘোষণায় সহযোগিতা করেন সহকারি নির্বাচন কমিশনার মোহাম্মদ সেলিম মিয়া এডভোকেট ও মোহাম্মদ আব্দুল মুকিত এডভোকেট।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নম্বর হলের ২য় ও ৩য় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সমিতির ১৭৩৩ জন ভোটারের মধ্যে ১৪৩৮ জন বিজ্ঞ আইনজীবী ভোটার এই নির্বাচনে তাহাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারের বার্ষিক নির্বাচনে ২৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দীতা করছেন ৪৮ জন বিজ্ঞ আইনজীবী প্রার্থী।

ঘোষিত ফলাফল অনুযায়ী অশোক পুরকায়স্থ এডভোকেট ৬২৩ ভোট পেয়ে সভাপতি, মো. কামাল হোসেন এডভোকেট ৭১৫ ভোট পেয়ে সহ-সভাপতি-১, মো. আব্দুর রহিম এডভোকেট ৬২৯ ভোট পেয়ে সহ-সভাপতি-২, গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) এডভোকেট ৯১৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে, মো. সলমান উদ্দিন এডভোকেট ৭১৮ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-১ পদে, মোহাম্মদ সাইফুর রহমান এডভোকেট ৬২৩ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-২ পদে, মো. মতিউর রহমান এডভোকেট ৭৫৪ ভোট পেয়ে সমাজ বিষয়ক সম্পাদক পদে, রঞ্জু দেবনাথ এডভোকেট ৮২৮ ভোট পেয়ে লাইব্রেরী সম্পাদক পদে, মো. আব্দুর রহমান চৌধুরী এডভোকেট ৮৪৭ ভোট পেয়ে প্রধান নির্বাচন কমিশনার পদে, নাদিম রহমান এডভোকেট ৭০৭ ভোট, মোহাম্মদ তোফায়েল আহমদ এডভোকেট ৫৫৮ ভোট ও এ.এইচ.এম. ওয়াসিম এডভোকেট ৪৭২ ভোট পেয়ে সহ-সম্পাদক পদে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন এবং মো. তানভির আহমেদ এডভোকেট সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে এবং মো. আল আসলাম মুমিন এডভোকেট ও সজল চন্দ্র পাল এডভোকেট সহকারী নির্বাচন কমিশনার পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদে মো. আখতার হোসেন খান এডভোকেট ১০২৫ ভোট, রাজ উদ্দিন এডভোকেট ১০০৪ ভোট, আব্দুল মান্নান চৌধুরী এডভোকেট ৯৬৮ ভোট, মো. আখতার বক্স (জাহাঙ্গীর) এডভোকেট ৯৩১ ভোট, মো. আব্দুল মালিক এডভোকেট ৯০৯ ভোট, মো. আব্দুল ওদুদ এডভোকেট ৮৯৩ ভোট, জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন) এডভোকেট ৮৯২ ভোট, নোমান মাহমুদ এডভোকেট ৮৬২ ভোট, আশিক উদ্দিন আশুক এডভোকেট ৮৩৩ ভোট, এমাদ উদ্দিন এডভোকেট ৮১৮ ভোট ও আবু মোহাম্মদ আসাদ এডভোকেট ৮০৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুনঃ  মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিন্নির জামিন আবেদনের শুনানি করতে রাজি হননি হাইকোর্টের বিচারক

দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচনী ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞ আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।