ঝালকাঠির রাজাপুরের সদর ইউনিয়নের কৈবর্ত খালিগ্রামে কৈবর্ত খালি ব্লাড ডোনেশন ক্লাবের পক্ষ থেকে শীতার্তদের মধ্যে কম্বল বিতরন করা হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) বিকালে ক্লাব জামে মসজিদের মাঠে কৈবর্ত খালি ব্লাড ডোনেশন ক্লাবের আয়োজনে এ কম্বল বিতরনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এ সময় কৈবর্ত খালি ব্লাড ডোনেশন ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য মামুন ফরাজি, খোকন ফকির, ডোনেশন ক্লাবের সহ সভাপতি জাহিদুল ইসলাম তাওহীদ, সহ সভাপতি তাওহীদ উকিল, সাবেক সাধারণ সম্পাদক নবীন মাহমুদ, সাধারণ সম্পাদক শাহিন, ইসা।
এছাড়াও মান্নান সিকদার, সুমন সিকদার, সৈয়দ জাহিদ, সোহেল জোমাদ্দার, সোহাগ হাওলাদার, জসিম উকিল, জাকির হোসেন, মিজান, আলিপ, নেয়ামূল শামীম প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রতি বছরের ন্যায় এ বছরও কৈবর্ত খালি ব্লাড ডোনেশন ক্লাব সংগঠনের পক্ষ থেকে কৈবর্ত খালি গ্রামের অর্ধশতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।