যানজটে আটকে থাকলে বিরক্তি লাগা স্বাভাবিক। এমন পরিস্থিতিতে সময় কাটাতে অনেকেই গান শোনেন, বই পড়েন, কেউ হয়তো নিচে নেমে পায়চারি করেন কিংবা ঢু মারেন ফেসবুকে। কিন্তু তাই বলে গাড়ির ছাদে বসে মদপান করা! এটি বড্ড বাড়াবাড়িই বটে! সম্প্রতি এমন কাণ্ডই ঘটিয়েছেন ভারতের এক ব্যক্তি!
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, যানজটে আটকে থাকা একটি গাড়ির ছাদে বসে বোতল থেকে পানীয় ঢেলে পান করছেন এক ব্যক্তি। দাবি করা হচ্ছে, ওই ব্যক্তি বোতল থেকে গ্লাসে মদই ঢালছিলেন।
গত ৭ জানুয়ারি টুইটারে ভিডিওটি শেয়ার করেছেন রবি হান্ডা নামে এক ব্যক্তি। তার দাবি মোতাবেক, ঘটনাটি ঘটেছে দিল্লির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গুরুগ্রামে। তবে সেটি কবেকার ঘটনা তা জানা যায়নি। ক্যাপশনে রবি মজা করে লিখেছেন, ‘এমন কাণ্ড কেবল গুরু গ্রামেই হতে পারে!’
This can only happen in Gurgaon. 😂 pic.twitter.com/SMLBDB0bjl
— Ravi Handa (@ravihanda) January 7, 2023
১৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি একটি ছোট সাদা গাড়ির ছাদে বসে রয়েছেন। তার সামনে দুটি বোতল। যানজটের মধ্যে গাড়িটি ধীরে ধীরে এগোচ্ছে আর সেই অবস্থাতেই ছাদে বসে কথিত মদ পান করছেন তিনি। যেন চারপাশে কী ঘটছে, তাতে কোনো খেয়ালই নেই তার।
টুইটারে শেয়ার হওয়ার পরপরই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে। নেটিজেনদের অনেকেই ওই ব্যক্তির আচরণের তীব্র নিন্দা করেছেন।
একজন লিখেছেন, ‘পুলিশ ধরে পেটালে সব নেশা কেটে যাবে।’ আরেকজনের মন্তব্য, ‘বদমায়েশি করার কোনও না কোনও উপায় মানুষ ঠিক খুঁজে বের করে।’
সূত্র: এনডিটিভি, নিউজ ১৮।