মেট্রোরেল স্টেশনে নবজাতক প্রসব করলেন সোনিয়া - News Portal 24
ঢাকাThursday , ১২ জানুয়ারী ২০২৩

মেট্রোরেল স্টেশনে নবজাতক প্রসব করলেন সোনিয়া

নিউজ পোর্টাল ২৪
জানুয়ারী ১২, ২০২৩ ১২:১৪ অপরাহ্ন
Link Copied!

মেট্রোরেলের আগারগাঁও স্টেশনের ফার্স্ট এইড সেন্টারে সন্তান প্রসব করেছেন সোনিয়া রানী রায় নামের এক প্রসূতি।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল পৌনে ৯টায় শিশুটির জন্ম হয়।

জানা গেছে, চিকিৎসকের কাছে যাওয়ার সময় হঠাৎ মেট্রোরেলেই প্রসব বেদনা ওঠে ওই নারীর। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে আগারগাঁও স্টেশনের ফার্স্ট এইড সেন্টারে রোভার স্কাউট ও মেট্রোরেলের প্রাথমিক প্রতিবিধানকারীর তত্ত্বাবধানে ছেলেসন্তান প্রসব করেন তিনি। এসময় শিশু হাসপাতাল থেকে ডা. ফেরদৌস আক্তার নামে একজন চিকিৎসককে এ সময় ডেকে আনা হয়।

ডাক্তার ফেরদৌস আক্তার

পরে তাদের নিকটস্থ হাসপাতেলে নিয়ে যাওয়া হয়।  এ সময় সোনিয়া রানীর স্বামী সুকান্ত সাহা তার সঙ্গে ছিলেন। মা ও শিশু দুজনই সুস্থ আছেন বলে জানা গেছে।

সোনিয়া রানী দাসের স্বামী সুকান্ত সাহা সংবাদমাধ্যমকে বলেন, “হাসপাতলে ভর্তি করানোর জন্য তাকে নিয়ে যাচ্ছিলাম। পরে মেট্রোরেলেই তার প্রসব বেদনা ওঠে। এতে মেট্রোরেল স্টেশন কর্তৃপক্ষ এবং রোভার স্কাউটের নারী সদস্যদের সহযোগিতায় সেখানেই বাচ্চা প্রসব করানো হয়।”

মেট্রোরেল স্টেশনে তাৎক্ষণিকভাবে সবাই দেবদূতের মতো সহযোগিতা করেছেন উল্লেখ করে সুকান্ত সাহা আরও বলেন, ‘আমি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারব না। সবাই তাৎক্ষণিকভাবে প্রচণ্ড রকম সহযোগিতা করেছেন। মেট্রোরেল কর্তৃপক্ষই আমাকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছে। সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ।’

গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৯ ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে মেট্রোরেল। এরপর থেকে মেট্রোরেল উত্তরা উত্তর (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও পর্যন্ত সরাসরি চলাচল করছে।

মেট্রোরেলে উত্তরা উত্তর (দিয়াবাড়ী) স্টেশন থেকে পল্লবী, পল্লবী থেকে উত্তরা; আগারগাঁও থেকে পল্লবী, পল্লবী থেকে আগারগাঁও স্টেশনের ভাড়া ৩০ টাকা।

মেট্রোরেল প্রকল্প ২০১২ সালে একনেকে পাস হয়। মেট্রোরেলের মোট ব্যয় প্রায় ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এর মধ্যে জাইকা ঋণ দিচ্ছে ১৯ হাজার ৬৭৫ কোটি ৭০ লাখ টাকা; বাকি ১৩ হাজার ৭৯৬ কোটি ২৯ লাখ টাকা সরকারি তহবিল থেকে খরচ করা হবে। ঋণের গ্রেস পিরিয়ড ১০ বছর। পরিশোধ করতে হবে ৩০ বছরের মধ্যে।

আরও পড়ুনঃ  ডাকুয়া আ.লীগের নব গঠিত কমিটির উদ্যেগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত