মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিন্নির জামিন আবেদনের শুনানি করতে রাজি হননি হাইকোর্টের বিচারক - News Portal 24
ঢাকাWednesday , ১১ জানুয়ারী ২০২৩

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিন্নির জামিন আবেদনের শুনানি করতে রাজি হননি হাইকোর্টের বিচারক

অনলাইন ডেস্ক
জানুয়ারী ১১, ২০২৩ ২:৫৯ অপরাহ্ন
Link Copied!

বরগুনায় স্বামী রিফাত শরীফকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদনের শুনানি করতে রাজি হননি হাইকোর্ট ডিভিশন বেঞ্চের একজন বিচারক।

আজ বুধবার বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ এই বিষয়ে শুনানি করতে অপারগতা প্রকাশ করায় বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের বেঞ্চ শুনানির তালিকা থেকে জামিনের আবেদনটি বাদ দেন।

এর আগে আইনজীবী সায়েদা নাসরিন ও জামিউল হক ফয়সাল শুনানির জন্য হাইকোর্টে জামিন আবেদন করেন।

জামিউল হক ফয়সাল বলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিচারপতি বিশ্বজিত দেবনাথ কেন আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদনের শুনানি করতে অপারগতা করেছেন তা প্রকাশ করেননি।

তিনি বলেন, আমরা একই জামিন আবেদন হাইকোর্টের অন্য বেঞ্চে নিয়ে যাব।

আয়েশা সিদ্দিকা মিন্নি গতকাল এ মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।

মিন্নি বর্তমানে কাশিমপুরের কারাগারে আছেন। তিনি তার আইনজীবী জেড আই খান পান্না ও এএম জামিউল হক ফয়সালের মাধ্যমে এই আবেদনটি জমা দিয়ে বলেন, তিনি এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন না। বরং তিনি রিফাতকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। ২০১৯ সালের ২৬ জুন প্রকাশ্য দিবালোকে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাতকে (২৫) কুপিয়ে হত্যা করে একদল যুবক।

২০২০ সালের ৪ নভেম্বর একই বছরের ৩০ সেপ্টেম্বর মিন্নিসহ ৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া বরগুনার আদালতের একটি রায়কে চ্যালেঞ্জ করে মিন্নির দায়ের করা আপিলের শুনানি করেন হাইকোর্ট।