ভাদেশ্বর জামেয়া রাহমানিয়া আহমদীয়া মাদ্রাসার মজলিসে সূরা কমিটির অন্যতম সদস্য, জামেয়ার পথচলার অন্যতম অবিভাবক, রাহমান কম্পিউটারের পরিচালক, তরুন সমাজসেবী, জনাব মোসাদ্দেক হোসেন (বাবলু) সাহেবের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার (১৩ জানুয়ারি) রাত ৮ ঘটিকায়, জামেয়ার হল কক্ষ মিলনায়তনে শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলওয়াত করেন শাব্বীর আহমদ, মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মাওলানা জওয়াদুর রহমানের সভাপতিত্বে, অফিস ও প্রচার বিভাগের দায়িত্বশীল মাষ্টার বেলাল আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জামেয়া রাহমানিয়া’র প্রতিষ্টাতা প্রিন্সিপাল মাওঃ শেখ লোকমান আহমদ সাহেব, সংবর্ধিত অতিথি জনাব মোসাদ্দেক হোসেন বাবলু সাহেব, মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি শেখ আশিরুল ইসলাম আবিদ সাহেব, মাহফিল ইন্তেজামিয়া কমিটির সহ-সভাপতি ও সিলেট আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক হাজি জয়নাল আবেদিন সাহেব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,
মজলিসে সূরার অন্যতম সদস্য মাওঃ ফজলুর রহমান সাহেব, মাওঃ শাহিন আহমদ সাহেব, জামেয়ার হিফজ বিভাগের শিক্ষক হাঃ মাওঃ সামছুল ইসলাম সাহেব, জয়নাল আবেদিন সাহেব, মনোয়ার হুসেন রুহেল আহমদ সাহেব, হাফিজ শাহিন আহমদ ফামান, ইক্বরা ছাত্র সংসদের জি এস হাফিজ শেখ হুসাইন আহমদ শাব্বীর প্রমুখ।
অনুষ্ঠান শেষে যুক্তরাষ্ট্র গমনকারী মুসাদ্দেক হোসেন বাবলু সাহেবকে মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করেন রাহমানিয়া’র প্রিন্সিপাল মাওলানা শেখ লোকমান আহমদ সাহেব সহ মজলিসে সূরা ও মজলিসে আমেলা কমিটির দায়িত্বশীল ও সদস্য বৃন্দ।