মানিকগঞ্জ সমিতির সভাপতি রওশন আরা, সাধারণ সম্পাদক রউফ - News Portal 24
ঢাকাSaturday , ২১ জানুয়ারী ২০২৩

মানিকগঞ্জ সমিতির সভাপতি রওশন আরা, সাধারণ সম্পাদক রউফ

সাকিব আহমেদ, মানিকগঞ্জ
জানুয়ারী ২১, ২০২৩ ১২:৩৬ অপরাহ্ন
Link Copied!

ঢাকাস্থ মানিকগঞ্জ সমিতির সভাপতি হিসেবে
প্রফেসর ডা: রওশন আরা বেগম এবং সাধারণ সম্পাদক ড. মো: আবদুর রউফ নির্বাচিত হয়েছেন।

গত শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিউশন মিলনায়তনে এতিহ্যবাহীএই স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

২০২৩-২০২৫ কার্যবর্ষের জন্য সভাপতি পদে প্রফেসর ডা: রওশন আরা বেগম এবং সাধারণ সম্পাদক পদে ড. মো: আবদুর রউফ নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী পরিষদে সহসভাপতি এড. মো. মোতাহার হোসেন সাজু, প্রফেসর দিলারা হাফিজ, শওকত আলী খান জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক ফণী ভূষণ বিশ্বাস, সালাহউদ্দিন কুটু, কোষাধ্যক্ষ জাফর ইকবাল, সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদ, প্রচার সম্পাদক এড. রাসেল হোসেন। এছাড়া নির্বাহী সদস্য ১৮ জন এবং কোঅপশন সদস্য দেওয়ান মোহাম্মদ গোলাম কিবরিয়াসহ ৬ জন নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, ডেপুটি এ্যটর্ণী জেনারেল বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মহিউদ্দিন দেওয়ান এবং নির্বাচন কমিশনার হিসেবে প্রাক্তন অতিরিক্ত সচিব নাইম আহমেদ খান এবং এডভোকেট খন্দকার হুমায়ুন কবীর টগর দায়িত্ব পালন করেন।

আরও পড়ুনঃ  রাজাপুরে কৈবর্ত খালি ব্লাড ডোনেশন ক্লাবের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ