মানবীয় মূল্যবোধ ও নীতি-নৈতিকতাকে গুরুত্ব দিতে হবে: ড. আলমগীর হোসেন - News Portal 24
ঢাকাTuesday , ১৭ জানুয়ারী ২০২৩

মানবীয় মূল্যবোধ ও নীতি-নৈতিকতাকে গুরুত্ব দিতে হবে: ড. আলমগীর হোসেন

নিউজ পোর্টাল ২৪
জানুয়ারী ১৭, ২০২৩ ১:৫৭ অপরাহ্ন
Link Copied!

সৈয়দ হেলাল আহমদ বাদশা গোয়াইনঘাট
যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা সমাজসেবী ও শিক্ষানুরাগী ড. আলমগীর হোসেন বলেছেন, জীবন চলার প্রতিটি ক্ষেত্রে বিশ্বনবী হয়রত মোহাম্মদ (সঃ)এর আদর্শ মেনে চলতে হবে। রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর সম্পর্ক ও ভালবাসার মধ্যেই প্রকৃত কল্যাণ নিহিত রয়েছে।

তিনি বলেন, তরুণ সমাজসহ বিশ্বের জ্ঞান অন্বেষীদের জন্য ইসলামি সভ্যতা ও সংস্কৃতির গুরুত্ব অপরিসীম। ইসলামি সভ্যতায় জাতিগত বৈষম্য, কুসংস্কার ও গোঁড়ামির স্থান নেই। এটি কোনো বিশেষ জাতি বা শ্রেণির সাথে সম্পর্কিত নয়। ইসলামি সভ্যতা হচ্ছে জীবন্ত ও গতিময় এক সভ্যতা যা সময়ের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে সক্ষম। ইসলামি সভ্যতার ন্যায় এত বিস্ময়কর সভ্যতা দ্বিতীয়টি নেই। ইসলামি সভ্যতা ও সংস্কৃতির ফসল হচ্ছে সভ্য সমাজ। প্রতিটি মানুষের চারিত্রিক ও মানবিক উন্নয়নের লক্ষ্যে একটি সভ্য সমাজ প্রয়োজন। যে সমাজ সামাজিক শৃঙ্খলা সাধন করে এবং জ্ঞান-বিজ্ঞানকে কাজে লাগিয়ে উন্নয়ন, অগ্রগতি, মানবকল্যাণ ও মর্যাদার কথা ভাবে, মানবীয় মূল্যবোধ ও নৈতিকতার প্রাধান্য দেয় সেই সমাজই সভ্য সমাজ। সুস্থ ধারার সংস্কৃতি ও মূল্যবোধের চর্চার মাধ্যমে মানব সভ্যতাকে গতিশীল করা সম্ভব।

তিনি সোমবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় নন্দিরগাওঁ ইউনিয়নের ঐতিহ্যবাহী নওয়াগাওঁ ক্বাদিরিয়া হান্নান ফেরুজা কওমি মাদরাসার উদ্দোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নের ঐতিহ্যবাহী নওয়াগাওঁ কওমি মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ মজর আলীর সভাপতিত্বে ও মাদরাসার মুহতামিম মাওলানা নেছার আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, নন্দিরগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ নাছির উদ্দীন, সমাজসেবী আব্দুল হাকিম (বাদশাহ),আলী আহমদ, আবদাল হোসেন নাহিদ, মামুন আহমদ, শাখাওয়াত হোসেন ফাহিম, সালমান ফারসি,মাস্টার আব্দুল জব্বার, সিরাজ উদ্দিন, বিশিষ্ট মুরব্বি ও সাবেক মেম্বার সাবেক মেম্বার লুৎফুর রহমান, মনফর আলী, আমির উদ্দিন,
ইউনুস আলী, দৌলতুর রহমান, সিরাজ উদ্দিন, আমির উদ্দিন, নজরুল ইসলাম, আংলতিফ, মাদরাসার হিফজ শাখার শিক্ষক মাহমুদুল হাসান দুলাল, মাওলানা জুবায়ের আহমদ, হোসেন আহমদ জাকারিয়া প্রমুখ।

আরও পড়ুনঃ  বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারকে কসবা উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সংবর্ধনা

যুক্তরাষ্ট্র প্রবাসী ও সিলেট সদর উপজেলার লালারগাওঁ গ্রামের বাসিন্দা ড. আলমগীর হোসেন নন্দিরগাওঁ ইউনিয়নের ঐতিহ্যবাহী নওয়াগাওঁ ক্বাদিরিয়া হান্নান ফেরুজা কওমি মাদরাসায় হিফজ শাখা প্রতিষ্টালগ্ন থেকে একজন শিক্ষকের মাসিক সম্মানীতে আর্থিক সহায়তা করে আসছেন।

এদিন সংবর্ধনা অনুষ্ঠানের পূর্বে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। পাশাপাশি তিনি প্রস্তাব করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী তার মামা ও মামি জাকিয়া সুলতানার নামে মাদরাসার একাডেমিক ভবনের দ্বিতীয় তলা সম্পন্ন করে দিবেন।