ভাড়াটিয়ার খাটের নিচে মিললো বাড়ীওয়ালীর মরদেহ - News Portal 24
ঢাকাSaturday , ২১ জানুয়ারী ২০২৩

ভাড়াটিয়ার খাটের নিচে মিললো বাড়ীওয়ালীর মরদেহ

অনলাইন ডেস্ক
জানুয়ারী ২১, ২০২৩ ৯:৫৯ অপরাহ্ন
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে ভাড়াটিয়ার খাটের নিচ থেকে শিরিনা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভাড়াটিয়া আমিনকে (২৬) পিটুনির পর পুলিশে দিয়েছেন এলাকাবাসী।

শনিবার (২১ জানুয়ারি) বিকেলে পশ্চিম মেড্ডা বড় বাড়ি এলাকার সবুজ আলীর বাসা থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়। তিনি সবুজ আলীর স্ত্রী।

শিরিনার ছেলে মোশাররফ হোসেন বলেন, আমাদের বসবাস করা একটি বাড়ি ছাড়াও পাশে আরও একটি বাড়ি ভাড়া দেওয়া আছে। সেখানে তিনটি ঘরে আলাদা ভাড়াটিয়ারা বসবাস করেন। বেলা ১১টার দিকে মা সে বাসায় ভাড়া তুলতে যান। এরপর বিভিন্ন জায়গায় খুঁজেও মাকে পাওয়া যাচ্ছিল না। বিকেলে ভাড়াটিয়া আমিন মিয়ার ঘরে খুঁজে খাটের নিচে দেখি মা অচেতন অবস্থায় পড়ে আছেন। তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক এনামুল হক বলেন, শিরিনা বেগম হাসপাতালে আনার আগেই মারা গেছেন। তার মরদেহ মর্গে রাখা আছে।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। এলাকাবাসীর পিটুনিতে আহত আমিনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত শিরিনের গলায় দাগ আছে। ধারণা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুনঃ  ছাত্রলীগ নেতার বাড়িতে ‘অন্তঃসত্ত্বা প্রেমিকার’ অনশন