বিয়ের দাবিতে ১৪ দিন অবস্থানের পর মিলল স্ত্রীর স্বীকৃতি - News Portal 24
ঢাকাSunday , ২২ জানুয়ারী ২০২৩

বিয়ের দাবিতে ১৪ দিন অবস্থানের পর মিলল স্ত্রীর স্বীকৃতি

নিউজ পোর্টাল ২৪
জানুয়ারী ২২, ২০২৩ ৪:০৭ অপরাহ্ন
Link Copied!

পটুয়াখালীর দুমকীতে বিয়ের দাবিতে ১৪ দিন ধরে অবস্থানের পর স্ত্রীর স্বীকৃতি পেলেন মনি আক্তার (১৯) নামের এক তরুণী। শনিবার গভীর রাতে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পূর্ব জলিশা গ্রামে প্রেমিক রাব্বির সঙ্গে তার বিয়ে হয়।

এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা ও গণ্যমান্য ব্যক্তিসহ অনেকে উপস্থিত ছিলেন।

রিয়াজুল রাব্বি উপজেলার পূর্ব জলিশা গ্রামের মৃত. ইউনুস হাওলাদারের ছেলে এবং মনি আক্তার পাশ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর গ্রামের সোহরাব হোসেনের মেয়ে। তাদের বিয়েতে ১ লাখ টাকা দেনমোহর ধার্য করা হয়। গত ৭ জানুয়ারি স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অবস্থান নেন মনি আক্তার।

ইউপি চেয়ারম্যান গোলাম মর্তুজা জানান, মেয়েটি অনেকদিন ধরে এ এলাকায় অবস্থান করছিল। ছেলেমেয়ের অভিভাবকদের সম্মতিতে এ বিয়ের ব্যবস্থা করা হয়েছে।

দুমকী থানার ওসি মো.আবদুস সালাম জানান, রাব্বি এবং মনির মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। শনিবার রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

 

আরও পড়ুনঃ  ছাত্রলীগ নেতার বাড়িতে ‘অন্তঃসত্ত্বা প্রেমিকার’ অনশন