বিটিএসের সদস্যদের সঙ্গে দেখা করতে ঘর ছেড়ে পালাল দুই কিশোরী! - News Portal 24
ঢাকাThursday , ১২ জানুয়ারী ২০২৩

বিটিএসের সদস্যদের সঙ্গে দেখা করতে ঘর ছেড়ে পালাল দুই কিশোরী!

নিউজ পোর্টাল ২৪
জানুয়ারী ১২, ২০২৩ ১২:০৪ অপরাহ্ন
Link Copied!

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস’র ভক্ত দুই কিশোরী। তাই বিটিএসের সদস্যদের সঙ্গে দেখা করতে গত সপ্তাহে বাড়ি ছেড়ে পালায় তারা। মঙ্গলবার (১০ জানুয়ারি) ওই দু’জনকে খুঁজে পেয়েছে পুলিশ। এরই আসল সত্য বেরিয়ে আসে।

দ্য ডন এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের ওই দুই কিশোরী করাচির কোরাঙ্গি এলাকা থেকে নিখোঁজ হয়। তবে মঙ্গলবার তাদের লাহোর থেকে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, কে-পপ সেনসেশন বিটিএসের পাঁড় ভক্ত ওই দুই কিশোরী। ব্যান্ডের সদস্যদের সঙ্গে দেখা করতে দক্ষিণ কোরিয়া যেতে চেয়েছিল তারা।

কোরাঙ্গির সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) আবরেইজ আলি আব্বাসি বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে ওই দুই কিশোরী অপহৃত হননি। তারা স্বেচ্ছায় লাহোর যান। তারা কোরিয়া গিয়ে বিটিএস ব্যান্ডের সদস্যদের সঙ্গে দেখা করতে চেয়েছিল।

ওই দুই কিশোরী নিখোঁজ হওয়ার পর এজাহার দায়ের করা হয়। অভিযোগে জানা যায়, নিজের ১৩ বছর বয়সী মেয়ের সঙ্গে বাসায় বসেছিলেন মোহাম্মদ জুনায়েদ। তখন বাসায় তার মেয়ের বান্ধবী আসেন। তারা দু’জন ছাদে চলে যায়। আর জুনায়েদ বাইরে যান। কিন্তু বাসায় ফিরে দেখেন দু’জনের কেউই নেই।

জুনায়েদের পরিবারের লোকজন জানায়, ওই দুই কিশোরী বাড়ির বাইরে গেছে। পরে জুনায়েদের মেয়ের বান্ধবীর বাবাও তার মেয়েকে খুঁজতে আসেন। এরপর জুনায়েদ ও তার মেয়ের বান্ধবীর বাবা মিলে দুই কিশোরীর খোঁজ করেও পাননি। এরপরই দুই কিশোরী অপহরণের এজাহার দায়ের করা হয়।