গত ০৭/০১/২০২৩ খ্রি: আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযান এ আখাউড়া থানা পুলিশের মাদক ২৪ ঘন্টায় থানা এলাকায় অভিযান পরিচালনাকালে ২৪০ (দুইশত চল্লিশ) বোতল স্কাফ সিরাপ, ০৮ (আট) কেজি গাঁজা সহ ০১ (এক) জন আসামীকে গ্রেফতার করে ছিলেন।
তারপর ১৬/০১/২০২৩খ্রি: আখাউড়া থানা পুলিশের আবারও বিশেষ অভিযান চালিয়ে আখাউড়া থানা পুলিশ গত ২৪ ঘন্টায় থানা এলাকায় অভিযান পরিচালনাকালে ১০ (দশ) কেজি গাঁজা সহ ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শাখাওয়াত হোসেন মহোদয়ের নির্দেশে, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ সিরাজুল ইসলাম, (অতিরিক্ত দায়িত্বে কসবা সার্কেল) মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মো: আসাদুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে আখাউড়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানকালে এস.আই (নিরস্ত্র) মোঃ মোবারক আলী, এএসআই (নিরস্ত্র) মোঃ আলমগীর হোসেন, এএসআই (নিরস্ত্র) মোঃ হাসান, এএসআই (নিরস্ত্র) রনি বড়ুয়া ও সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫/০১/২০২৩ তারিখ, ২০:৪৫ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ৪নং আখাউড়া উত্তর ইউপিস্থ, আমোদাবাদ দাসপাড়া সাকিনস্থ আসামী মোঃ রিপন মিয়ার বসত বাড়ির উঠান হইতে মাদকদ্রব্য ১০ (দশ) কেজি গাঁজা সহ মোঃ রিপন মিয়া (২৫) আটক করেছেন, পিতা-মৃত জাকির মিয়া, সাং-আমোদাবাদ দাসপাড়া, ইউপি নং-০৪ (আখাউড়া উত্তর), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মনবাড়িয়াকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামে বিগত সময় এসব মাদক কারবারের সাথে জড়িত ছিল এবং আসামিকে আটক করার পর তৎক্ষণা, আসামীর বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।
আখাউড়া থানার পুলিশ জানাই উক্ত গ্রেফতারকৃত আসামীকে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।