মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ ﴿٦٨﴾ أَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنزِلُونَ ﴿٦٩﴾ لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ ﴿٧٠﴾
অর্থ: তোমরা যে পানি পান করো,সে সর্ম্পকে কি চিন্তা করেছ? তোমরাই কি তা মেঘ হতে বর্ষণ করো, না আমি তা বর্ষণ করি। আমি ইচ্ছা করলে তা লবণাক্ত করে দিতে পারি। তবুও কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করোনা। (পবিত্র সূরা ওয়াকিয়া শরীফ- ৬৮-৭০)
১. কাঠের পেয়ালায় পানি, দুধ, মধু, নাবিয পান করা সুন্নত মুবারক (আখলাকুন নবী-৩২৪, শামায়িলে তিরমিযী শরীফ-৪৪২)
২. পানির পেয়ালা বা গ্লাস ডান হাতে ধরা সুন্নত মুবারক। (মুসলিম শরীফ)
৩. খানা খাওয়ার সময় পানির পেয়ালা বাম হাতে ধরলে ডান হাতের গোড়ার দিক পেয়ালায় লাগিয়ে রাখা সুন্নত মুবারক।
৪. ডান হাতে পানি পান করা সুন্নত মুবারক। কেননা বাম হাতে শয়তান পান করে থাকে। (মুসলিম শরীফ: ২/১৭২ পৃষ্ঠা)
৫. বসে পানি পান করা সুন্নত মুবারক। তবে কোনো সমস্যা না থাকলে দাঁড়িয়ে পান করবে না। কেননা দাঁড়িয়ে পান করা নিষিদ্ধ। (মুসলিম শরীফ: ২/১৭৩)
৬. বিসমিল্লাহ বলে পানি পান করা এবং পানি পানের পর আলহামদুলিল্লাহ বলা। (তিরমিযী শরীফ: ২/১০, মিশকাত শরীফ: ২/৩৭১)
৭. কমপক্ষে তিনশ্বাসে পানি পান করা এবং শ্বাস ছাড়ার সময় পানির পাত্র মুখ হতে সরিয়ে নেয়া সুন্নত মুবারক। (বুখারী শরীফ; তিরমিযী শরীফ: ২/১০)
৮. পাত্রের ভাঙ্গা দিক দিয়ে পান না করা। (আবূ দাউদ শরীফ: ২/১৬৭)
৯. সামর্থবানদের জন্য ভাঙ্গা পাত্রে পান করা সুন্নতের খিলাফ।
১০. পাত্র যদি এমন হয় যার ভেতরটা দেখা যায় না, সেটার মুখে মুখ লাগিয়ে পান না করা। কারণ তার ভেতরে থাকা কোন বিষাক্ত প্রাণী ক্ষতিসাধন করতে পারে। (বুখারী শরীফ: ২/৮৪১)
১১. পানি পান করার পর নিম্নোক্ত দু‘আ পড়বে-
الحمد لله الذى سقانا عذبا فراتا برحمته ولم يجعله ملحا أجاجا بذنوبنا ـ
উচ্চারণ: আলহামদু লিল্লাহিল লাযী সাক্বানা আযবান ফুরাতান বিরাহ্মাতিহী, ওয়া লাম ইয়াজআলহু মিলহান উজাজান বি-যুুবিনা।
অর্থ: সকল প্রশংসা ঐ মহান আল্লাহ পাক উনার জন্য যিনি স্বীয় রহমতে আমাদেরকে সুপেয় সুমিষ্ট পানি পান করিয়েছেন। আমাদের গোনাহর কারণে উহাকে অপেয় ও তিক্ত করেননি। (তাফসীরে রুহুল মাআনী: ২৭ পারা, ১৪৯; হিলইয়াতুল আউলিয়া)
১২. অযূর শেষে অবশিষ্ট পানি দাঁড়িয়ে পান করা সুন্নত মুবারক। (বুখারী শরীফ; ফতওয়ায়ে শামী: ১/১২৯)
১৩. একাধিক লোকের মাঝে পানীয় দ্রব্য দিতে হলে প্রথমে ডান দিক থেকে দেয়া শুরু করা সুন্নত মুবারক। অতঃপর এ ধারাবাহিকতা অনুযায়ী শেষ করা সুন্নত মুবারক। (বুখারী শরীফ)
১৪. দুধ পানের পূর্বে এ দু‘আ পড়া সুন্নত মুবারক।
اللهم بارك لنا فيه وزدنا منه ـ
উচ্চারণ: আল্লাহুম্মা বারিক লানা ফীহ্ ওয়া যিদনা মিনহু
অর্থ: আয় মহান আল্লাহ পাক! আপনি উহার মধ্যে বরকত দান করুন। আর উহাকে আরো বৃদ্ধি করুন। (আবূ দাউদ শরীফ)
১৫. অন্যকে পানকারী ব্যক্তি সর্বশেষে পান করা সুন্নত মুবারক। (মুসলিম শরীফ)
১৬. পবিত্র যমযম কুপের পানি দাঁড়িয়ে ক্বিবলামুখী হয়ে পান করা সুন্নত মুবারক। (মুছান্নাফ আব্দুর রায্যাক; সুনানে দারাকুতনী)