মানিকগঞ্জের দৌলতপুরে অসহায় ভাবে জীবন চলছে জেলেদের। নদীতে মাছ না থাকায় নৌকা গুলো বেঁধে রেখেছে ঘাটেই। এমন দৃশ্য চোখে পড়ে দৌলতপুর উপজেলার বৈন্যা, আমতলী, কৈল ও শ্যামগঞ্জ সহ অনেক এলাকায়।
আধুনিক সভ্যতায় মানুষ যেখানে উন্নত জীবন-যাপন করছে ঠিক সেখানে ভাসমান জেলেরা অভাবের তারণায় সংসার চালাতে প্রচন্ড শীতেও দাপিয়ে বেড়াচ্ছে যমুনা নদী ও শাখা নদীতে । শুধু তাই নয়, জীবন সংসার চালাতে তাদের হিমশিম খেতে হচ্ছে।
দৌলতপুর উপজেলা বাচামারা ইউনিয়নের ইউনিয়নের এক জেলে জানান, নদী এখন শুকিয়ে মাঝে মাঝে ডুবোচর পড়েছে। আবার কোথাও পলি জমে নালায় পরিণত হয়েছে এ কারণে বর্তমানে মাছের আকাল। অনেকে বাপ-দাদার পেশা ছেড়ে দিয়ে বিভিন্ন পেশায় চলে গেছে। আমাদের বয়স হয়েছে। বাপ-দাদার পেশা ছেড়ে কি করবো তাই কোন রকম আমরা মানবেতর জীবনযাপন করছি।
সরে জমিনে জেলেদের সাথে কথা বললে জেলেরা আরোও বলেন, নদীতে পর্যাপ্ত মাছ জালে পড়ছে না। এ নিয়ে চিন্তায় আছি। সপ্তাহে কিস্তি ও বাড়ীতে বউ পোলা আছে। যে পরিমান মাছ পাচ্ছি তাতে আমাদের কোন রকম খেয়ে না খেয়ে দিন পার হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা সহকারী মৎস্য অফিসার জানান- কিছুদিন আগেও জেলেদের মাঝে চাউল দেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসে আবার তাদের মাঝে খাদ্য সামগ্রী দেওয়া হবে।