পৌষের কনকনে শীতে কাঁপছে গোটা দেশ। সেই সাথে বইছে কনকনে হিমেল হাওয়াও। বিশেষ করে, সন্ধ্যার নামার পরপরই আরো তীব্রতর হচ্ছে হিমেল এ হাওয়া। প্রচন্ড এই শীতে সবচেয়ে বিপাকে ছিন্নমুল ও খেটে খাওয়া মানুষ। তাদের শীতের কষ্ট লাগব করতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দির “তৌফিকুল ইসলাম ট্রাস্ট” এর উদ্যোগে ইয়াতিম, প্রতিবন্ধী, ছিন্নমূল মানুষের মাঝে জ্যাকেট, হুডি বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এসব শীতবস্ত্র বিতরণ করে তৌফিকুল ইসলাম ট্রাস্টের টিম।
এ সময় উপস্থিত ছিলেন, তৌফিকুল ইসলাম ট্রাস্টের উপদেষ্টা, সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ট্রাস্টের চেয়ারম্যান লুৎফুল ইমাদ বাপ্পি জানান, কিছুদিন আগে এক হাজার কম্বল বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার ২য় বারের মত ছিন্নমূল, প্রতিবন্ধী, ইয়াতিমদের মাঝে জ্যাকেট বিতরণ করা হয়। সমাজিক যে কোনো কাজে তৌফিকুল ইসলাম ট্রাস্ট মানুষের পাশে থাকবে।