দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - News Portal 24
ঢাকাTuesday , ১৭ জানুয়ারী ২০২৩

দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মামুন আব্দুল্লাহ, মানিকগঞ্জ প্রতিনিধি
জানুয়ারী ১৭, ২০২৩ ২:৪২ অপরাহ্ন
Link Copied!

মানিকগঞ্জের দৌলতপুরে আজ ১৭ জানুয়ারী ২০২৩ দৌলতপুর প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সকাল ১১.০০ ঘটিকায় সময় অত্র প্রতিষ্ঠান থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়।

র‌্যালিটিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম রাজা, সভাপতিত্ব করনে উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দীন আবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইমদাদুর রহমান, শিক্ষা অফিসার মো. মোয়াজ্জেম হোসেন, দৌলতপুর প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান সহ শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে অত্র প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের অনুষ্ঠান হাতে নিয়েছে।

আরও পড়ুনঃ  মানবীয় মূল্যবোধ ও নীতি-নৈতিকতাকে গুরুত্ব দিতে হবে: ড. আলমগীর হোসেন