দৌলতপুরে ৫১তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - News Portal 24
ঢাকাMonday , ১৬ জানুয়ারী ২০২৩

দৌলতপুরে ৫১তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মামুন আব্দুল্লাহ, মানিকগঞ্জ প্রতিনিধি
জানুয়ারী ১৬, ২০২৩ ১০:০৭ অপরাহ্ন
Link Copied!

“সুস্থ দেহ সুন্দর মন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫১তম শীতকালীন জাতীয় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা প্রতিষ্ঠান পর্যায়ে উদ্বোধন করা হয়েছে, মানিকগঞ্জ জেলায় দৌলতপুর উপজেলার পিএস মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এখেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ. এম. নাঈমুর রহমান দুর্জয়, অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা, সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম রাজা।

এসময় আরো উপস্থিত ছিলেন, থানা ইনচার্জ মো. জাকারিয়া হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার ইমদাদুল রহমান, পিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এবারের আয়োজনে ক্রিকেট, এথলেটিক্স, হকি, হ্যান্ডবল, বাস্কেটবল, টেবিলটেনিস, ভলিবল সহ বিভিন্ন খেলা অন্তর্ভুক্ত রয়েছে। উপজেলার সকল মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি স্কুলে এই প্রতিযোগিতা অংশ গ্রহণ করে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।