মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সিএনজি স্ট্যান্ডে লাইসেন্স বিহীন সিএনজি, যানজট নিরসন ও সরকারি কর ফাঁকি দিয়ে অবৈধভাবে রাস্তায় গাড়ি চালানোর দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকালে দৌলতপুর বাজার সিএনজি স্ট্যান্ডে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্টেট উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা। দৌলতপুর বাজার বনিক সমিতির সাধারণ মোঃ হাবিবুর রহমান সহ আইনশৃংখলা বাহিনী ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অবৈধভাবে উপজেলা সদরে ড্রাইভিং লাইসেন্স ও রেজিষ্ট্রোশন বিহীনসহ বহু সিএনজি ও বহু গাড়ি অবৈধ ভাবে গাড়ি পার্কিং করে যানজটের সৃষ্টি করায়। এর জন্য উপজেলা প্রশাসন সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ৯টি মামলায় মোট ৭ হাজার ৪ শত টাকা জরিমানা করেন।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্টেট ইউএনও আবিদা সুলতানার সাথে কথা বললে তিনি জানান, যে সকল গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নাই সে সকল গাড়িতে জরমানা করা হয়েছে। আমাদের মোবাইল কোর্ট চলমান থাকবে।