দৌলতপুরের আবুডাঙ্গা নদীতে কাঠের সেতুটি এখন ভরসার প্রতীক - News Portal 24
ঢাকাSaturday , ২৮ জানুয়ারী ২০২৩

দৌলতপুরের আবুডাঙ্গা নদীতে কাঠের সেতুটি এখন ভরসার প্রতীক

মামুন আব্দুল্লাহ, মানিকগঞ্জ প্রতিনিধি
জানুয়ারী ২৮, ২০২৩ ১০:৫৩ অপরাহ্ন
Link Copied!

মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা নদীতে কারিগরী জ্ঞান ছাড়াই গ্রামের সাধারণ মানুষের প্রচেষ্টায় তৈরি করা হয়েছে কাঠের মাচাল দিয়ে সেতু। আর এ সেতু পাল্টে দিয়েছে জিয়নপুর,বাঘুটিয়া ও খলসী ইউনিয়নের গ্রামীণ জনপদের চিত্র।

কাঠের পাটাতন করে এটি নির্মান করা হয়। প্রায় ৮০ মিটার দৈর্ঘ্যের এবং চার ফুট প্রস্থের সেতুটি এমনভাবে তৈরি করা হয়েছে এর উপর দিয়ে পণ্যবাহী ভ্যান চলাচল করতে পারবে। এতে প্রায় এক লাখ টাকা ব্যয় হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

৩টি ইউনিয়নের কৃষক খ্যাত সহ আশপাশের গ্রমের কৃষকদের উৎপাদিত কৃষি পণ্য বাজার জাত করা একেবারেই বন্ধ হয়ে যায়। এরপর গ্রামবাসী, চেয়ারম্যান ও ঘেয়াচালকের অর্থায়নে সেতু নির্মাণ করে। কৃষকসহ স্থানীয়দের পারাপারে কাঠের সেতুটি এক মাত্র ভরসা। তবে তাদের দাবী নদীর উপর একটি স্থায়ী ব্রিজ নির্মাণের।

আবুডাঙ্গা গ্রামের বাসিন্দা মোঃ রুবেল হোসেন বলেন, এলাকায় ১টি ব্রিজ হলে ১৫-২০ গ্রামের মানুষের ভোগান্তি আর থাকতো না।

দৌলতপুর উপজেলা এলজিইডি প্রকৌশলী সাংবাদিকদের জানান, ব্রিজ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত ব্রিজটি নির্মাণ করা হবে বলে তিনি জানান।

আরও পড়ুনঃ  বিলীন হয়ে যাচ্ছ গ্রাম অঞ্চল থেকে ঐতিহ্যবাহী কুপিবাতি