দুজন দুজনকেই সন্দেহ, স্বামীর ‘বিশেষ অঙ্গ’ কেটে ফেললেন স্ত্রী! - News Portal 24
ঢাকাSunday , ২২ জানুয়ারী ২০২৩

দুজন দুজনকেই সন্দেহ, স্বামীর ‘বিশেষ অঙ্গ’ কেটে ফেললেন স্ত্রী!

নিউজ পোর্টাল ২৪
জানুয়ারী ২২, ২০২৩ ১২:৪৭ পূর্বাহ্ন
Link Copied!

রাজধানীর তুরাগে ধারালো অস্ত্র দিয়ে মাসুদ নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে ফেলেছেন তার স্ত্রী।

শনিবার (২১ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে তুরাগ বাউনিয়া বটতলা আমানুল্লাহ রোডের একটি বাড়িতে এই ঘটনা ঘটে।

আহত মাসুদকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্ত্রী পলি আক্তারকে আটক করেছে পুলিশ।

তুরাগ থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পারিবারিক ঝামেলার কারণে হয়তো স্ত্রী তার স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেছেন। এই ঘটনায় স্ত্রী পলি আক্তারকে আটক করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে আহত মাসুদকে হাসপাতালে নিয়ে আসা তার পরিচিত বশির নামে এক যুবক জানান, মাসুদ ও তার স্ত্রী দুজন দুজনকেই সন্দেহ করতেন। স্ত্রী বলেছেন তার স্বামী আরও বিয়ে করেছেন। আর মাসুদের দাবি তার স্ত্রী পরকীয়া করেন। এসব নিয়ে এ দম্পতির মধ্যে ঝামেলা চলছিল।

হাসপাতালে পুলিশের কাছে ওই যুবক জানান, তিনি একটি গার্মেন্টসে মেকানিক সেকশনে চাকরি করতেন। তবে বর্তমানে বেকার। তার স্ত্রী কলি পরকীয়া করেন, তিনি এমন সন্দেহ করায় তাদের মাঝে ঝগড়াঝাঁটি চলছিল। সন্ধ্যায় তিনি বাসায় ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্ত্রী ধারাল কিছু দিয়ে তার তার বিশেষ অঙ্গ কেটে ফেলে।

ঢাকা মেডিকেল হাসপাতালে পুলিশ ক্যাম্প (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, হাসপাতালে মাসুদের অস্ত্রোপচার চলছে।

আরও পড়ুনঃ  ছাত্রলীগ নেতার বাড়িতে ‘অন্তঃসত্ত্বা প্রেমিকার’ অনশন