সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দশগাঁও নওগাঁও হাই স্কুল এন্ড কলেজের গভার্নিং বর্ডির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৯ জানুয়ারী বিকাল ২ টায় কলেজ কক্ষে কলেজ শিক্ষক আজমান শরীফের পরিচালনায় কলেজের অধ্যক্ষ খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের পরিচালনা কমিটির চেয়ারম্যান সাবেক দুইবারের উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বক্তব্যে বলেন, কলেজ গভর্নিং বডি শিক্ষার মান উন্নয়ন প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে কাজ করছে।
তিনি বলেন,লেখাপড়ার মান বৃদ্ধির ক্ষেত্রে মনিটরিং ব্যবস্থার জোরদার এবং শিক্ষক শিক্ষিকাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে কলেজ গভর্ণিং বডির চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেন, কলেজের কোন শিক্ষক বা কর্মচারী নিয়ম ভঙ্গ ও বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কলেজের ভবন ও ক্লাসরুম পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে হবে। ছাত্র-ছাত্রীদের শিক্ষার পরিবেশ গড়ে তুলতে হবে। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষাসংশ্লিষ্টরা একসাথে মিলে কাজ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করতে পারবে। শিক্ষার্থীদের ভালো শিক্ষা প্রদানের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম অর্জন চারিদিকে ছড়িয়ে পড়বে।”
সভায় উপস্থিত ছিলেন, গভর্নিং বডির সদস্য নাছির উদ্দীন,সহকারী প্রধান শিক্ষক মৃদুল কান্তি, ধর্ম বিষয়ক শিক্ষক আব্দুল কাদির সিরাজী, কলেজ শিক্ষক শিব্বির আহমদ ক্রীড়া শিক্ষক আইয়ুব আলী সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।