জনসমাগমস্থলে ধূমপান বন্ধে কড়া আইন - News Portal 24
ঢাকাSunday , ১৫ জানুয়ারী ২০২৩

জনসমাগমস্থলে ধূমপান বন্ধে কড়া আইন

নিউজ পোর্টাল ২৪
জানুয়ারী ১৫, ২০২৩ ১০:৫২ অপরাহ্ন
Link Copied!

তামাকবিরোধী বিশেষ কঠোর আইন কার্যকর করেছে মেক্সিকো। দেশটিতে জনসমাগমস্থলে ধূমপানের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খবর বিবিসির।

গত বছর এই পদক্ষেপ প্রথম অনুমোদন পায়। তামাকজাতীয় পণ্যের বিজ্ঞাপনের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে মেক্সিকো সরকার। লাতিন আমেরিকার বেশ কয়টি দেশ জনসমাগমস্থল ধূমপানমুক্ত রাখতে আইন পাস করেছে। তবে মেক্সিকোর আইনটি আমেরিকা মহাদেশে সবচেয়ে জোরালো বলে মনে করা হচ্ছে। এটি বিশ্বের সবচেয়ে কঠোর ধূমপানবিরোধী আইনগুলোর মধ্যে একটি।

মেক্সিকোতে ২০০৮ সালের প্রচলিত আইন অনুসারে বার, রেস্তোরাঁ ও কর্মক্ষেত্র ধূমপানমুক্ত এলাকা। এর সঙ্গে যোগ হয়েছে পার্ক, সৈকত ও হোটেল। এ ছাড়া তামাকজাত পণ্যের বিজ্ঞাপন, প্রচার ও পৃষ্ঠপোষকতার ওপরও পুরো নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এমনকি দোকানের ভেতরেও সিগারেট রাখা যাবে না। নতুন এই বিধিনিষেধ ভেপস ও ই-সিগারেটের ওপরও আরোপ করা হবে। বিশেষ করে আবদ্ধ জায়গায় এ নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুনঃ  তুরস্কে একসাথে ১ হাজার ১ জন হাফেজে কুরআন বিশেষ সংবর্ধিত