জনমানবহীন এলাকায় একাকি নামাজ পড়ার ফজিলত - News Portal 24
ঢাকাWednesday , ১১ জানুয়ারী ২০২৩

জনমানবহীন এলাকায় একাকি নামাজ পড়ার ফজিলত

নিউজ পোর্টাল ২৪
জানুয়ারী ১১, ২০২৩ ৩:১২ অপরাহ্ন
Link Copied!

ইসলামের দ্বিতীয় ও গুরুত্বপূর্ণ রোকন হলো নামাজ। ফরজ নামাজের পাশাপাশি রয়েছে নফল নামাজ। বান্দা এসব ফরজ ও নফল নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে। ফরজ নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করার কঠোর তাগিদ দিয়েছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কোনো মানুষ যদি জনমানবহীন প্রান্তরে বসবাস করে এবং সেখানে নামাজ আদায় করে, এর ফজিলত অনেক বেশি। হাদিসের একাধিক বর্ননায় তা এভাবে ওঠে এসেছে-

১. হজরত উকবাহ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমার প্রতিপালক বিস্মত হন পর্বত চূড়ায় সেই ছাগলের রাখালকে দেখে, যিনি নামাজের জন্য আজান দিয়ে (সেখানেই) নামাজ আদায় করে। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা আমার এ বান্দার প্রতি লক্ষ্য কর (এমন জায়গাতেও) আজান দিয়ে নামাজ কায়েম করছে! সে আমাকে ভয় করে। আমি তাকে ক্ষমা করে দিলাম এবং জান্নাতে প্রবেশ করালাম।’ (আবু দাউদ, নাসাঈ, আত-তারগীব)

২. হজরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, জামাতে পড়া নামাজ, পঁচিশটি নামাজের সমতুল্য। যদি কেউ সেই নামাজ কোনো জনশূন্য প্রান্তরে পড়ে এবং তার রুকু ও সিজদা পূর্ণরূপে আদায় করে তবে ঐ নামাজ পঞ্চাশটি সমমানের নামাজে পৌঁছায়। (আবুদ দাউদ, আত-তারগীব)

আল্লাহ তাআলা উম্মাতে মুসলিমাকে পৃথিবীর যে প্রান্তেই রাখুন, সঠিক সময়ে পরিপূর্ণ রুকু ও সিজদার মাধ্যমে নামাজ আদায় করার তাওফিক দান করুন। আমিন।

আরও পড়ুনঃ  কন্যা সন্তান আল্লাহর উপহার