গুলশানের সেই স্পা সেন্টারে চলতো অনৈতিক কার্যকলাপ - News Portal 24
ঢাকাThursday , ১২ জানুয়ারী ২০২৩

গুলশানের সেই স্পা সেন্টারে চলতো অনৈতিক কার্যকলাপ

নিউজ পোর্টাল ২৪
জানুয়ারী ১২, ২০২৩ ৪:২৮ অপরাহ্ন
Link Copied!

রাজধানীর গুলশানে অভিযান চালানো সেই স্পা সেন্টারে অনৈতিক কার্যকলাপের অভিযোগ এনে গুলশান থানায় মামলা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) হাসিব।

মামলায় আসামি করা হয়েছে স্পা সেন্টারের মালিক হাসানুজ্জামান ওরফে হাসান, তার স্ত্রী ও স্পা সেন্টারের ম্যানেজার সাইনুর আক্তার পায়েল ও ফ্ল্যাটের মালিক এটিএম মাহাবুবুল আলম এবং দেহ ব্যবসার অভিযোগে আরও সাত নারীকে।

এর আগে গতকাল গুলশান ২ নম্বরের ৪৭ রোডের ২৫ নম্বর আবাসিক ভবনের স্পা সেন্টারে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই ভবন থেকে দুই নারী ছাদ থেকে লাফিয়ে পড়লে একজন মারা যান এবং অপরজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

ছাদ থেকে লাফিয়ে পড়ে নিহত ফারজানা বেগমের স্বামী স্বামী জাহিদ হাসান জানান, তার স্ত্রী একটি বিউটি পার্লারে কাজ করেন বলে তিনি জানতেন। গতকালই প্রথম সে কাজে গেছে। সকাল ১১টার দিকে বড় বোন আফসানার সঙ্গে বাসা থেকে বের হয়েছিল। দুপুরে পুলিশের কাছ থেকে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান।