পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে অভিযান চালিয়ে ৫ জন ভ্রাম্যমাণ পতিতাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- বরিশালের বৃষ্টি আক্তার (৩৫), কুমিল্লার তাসলিমা বেগম (২২), সাতক্ষীরার স্বপ্না বেগম (৩২), ঝালকাঠির শাহিনুর বেগম (৩১), পটুয়াখালীর রাইসা আক্তার (১৯)।
জানা গেছে, পর্যটন এলাকায় এসব ভ্রাম্যমান পতিতারা গনউপদ্রোপ সৃষ্টি সহ পর্যটকদের দীর্ঘদিন ধরে নানা ভাবে হয়রানি এবং অসামাজিক কার্যকালাপে আকৃষ্ট করে আসছিলো।
প্রচলিত আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, কুয়াকাটা সী-বীচ এলাকা থেকে সন্ধ্যার পরবর্তী সময়ে পর্যটকদের বিভিন্নভাবে অশ্লীল মন্তব্য, প্রনয়পূর্ণ ভাষায় বেআইনী যৌন সম্পর্কে মিলিত হওয়ার ইঙ্গিত এর মাধ্যমে আহবান করে অশ্লীল অসামাজিক কর্মকান্ডে দীর্ঘদিন ধরে লিপ্ত ছিল এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটা পতিতা মুক্ত রাখতে মহিপুর থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।