নিজ জেলা সিরাজগঞ্জে প্রবেশের পথেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মন্ত্রী পরিষদ সচিব ও কবির বিন আনোয়ার অপু। শুভেচ্ছা জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জাকির হোসেনসহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সন্ধ্যার আগে তিনি বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় পৌঁছার পর তিনি বঙ্গবন্ধু সেতু পশ্চিমপারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর সয়দাবাদ ও মুলিবাড়ী মোড়ে পৌঁছালে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রায় নিয়ে আসা দলীয় নেতাকর্মীরা তাঁকে অভ্যার্থনা জানান। এ সময় সামাজিক সাংস্কৃতিক সংগঠন, জনপ্রতিনিধিরা তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায়।
পরে মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে মুলিবাড়ী থেকে মালশাপাড়া কাটা ওয়াপদা হয়ে শহরের এস এস রোড দিয়ে পানি উন্নয়ন বোর্ডের রেষ্ট হাউসে যান কবির বিন আনোয়ার। সেখানে উল্লাপাড়া পৌরসভা মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহবুব সারোয়ার বকুল, নবী নেওয়াজ খান বিনুসহ নেতাকর্মীরাও তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।