সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নবনির্বচিত কমিটি দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গোয়ালাবাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সদ্য সাবেক সভাপতি উজ্জ্বল ধর সহ পুরাতন কমিটির সদস্যরা নবনির্বাচিত সভাপতি জুবেল আহমদ সেকেল ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনার নিকট ক্লাবের খাতাপত্র হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি আব্দুল মিতন, সহ-সভাপতি লিলুউর রহমান পংকি, কোষাধ্যক্ষ কবির আহমদ, দপ্তর সম্পাদক এস জামান ফরহাদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জুবেল আহমদ, ক্রীড়া সম্পাদক আতাউর রহমান কাওছার, ক্লাব সদস্য কয়েছ মিয়া,জয়নাল আবেদীন, আবুল কালাম আজাদ, শেখ ফয়ছল আহমদ, আবু হানিফা, উজ্জ্বল দাশ, মলয় চক্রবর্তী।