ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন - News Portal 24
ঢাকাFriday , ১৩ জানুয়ারী ২০২৩

ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
জানুয়ারী ১৩, ২০২৩ ৯:৫৩ অপরাহ্ন
Link Copied!

উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার গোয়ালাবাজারস্থ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে সভাপতি পদে পুন:নির্বাচন অনুষ্ঠিত হয়।

দৈনিক যুগান্তরের ওসমানীনগর প্রতিনিধি জুবেল আহমদ সেকেল সভাপতি পদে ১৩ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক মানবজমিনের ওসমানীনগর প্রতিনিধি জয়নাল আবেদীন পেয়েছেন ৬ ভোট। এবং উজ্জ্বল দাস পেয়েছেন ০ ভোট। কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দীতায় কবির আহমদ (দৈনিক শ্যামল সিলেট) নির্বাচিত হন। এছাড়া গত ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ১৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন দৈনিক সমকাল প্রতিনিধি আনোয়ার হোসেন আনা। তার নিকটতম প্রার্থী শিপন আহমদ পেয়েছেন ১১ ভোট।

সহ সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন রণিক পাল। তার নিকটতম প্রার্থী ছিলেন আবুল কালাম আজাদ। এছাড়া সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুল মতিন, সহ-সভাপতি লিলুউর রহমান পংকী, দপ্তর সম্পাদক এস জামান ফরহাদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জুবেল আহমদ, প্রচার সম্পাদক সাইদুর রহমান, পাঠাগার সম্পাদক রায়হান আহমদ, ক্রীড়া সম্পাদক আতাউর রহমান কাওছার এবং সাংস্কৃতিক সম্পাদক জিতু আহমদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিদর্শন করেন, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, ভাইস চেয়ারম্যান আনা মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, ওসমানীনগর থানার ওসি এসএম মাইন উদ্দিন, ওসি তদন্ত মাসুদুল আমীন, গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান পীর মো. মজনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, নির্বাচন কর্মকর্তা আবু লায়েছ মো. দুলাল, যুবলীগ নেতা কিবরিয়া মিয়া, ওসমানীনগর থানার সেকেন্ড অফিসার এসআই সুজিত চক্রবর্তী, এসআই সুবিনয় বৈদ্য, সিনিয়র সাংবাদিক বদরুল আলম চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি চঞ্চল পাল, যুবলীগ নেতা মঈন উদ্দিন মোহন, ইউপি সদস্য দিলোয়ার হোসেন, জিলু মিয়া, লেবু মিয়া, গোয়ালাবাজার ব্যবস্থাপনা কিটর সেক্রেটারী পরিমল দেব, ব্যবসায়ী নিখিল দেবনাথ, কবির আহমদ, অজিত দেব, শেখ মানশাহ আহমদ, শিক্ষক হাবিব চৌধুরী, বশির মিয়া, মনোজ দাশ পুরকায়স্থ, এডভোকেট অসিম কুমার দাশ, ব্যাংকার হিরা লাল ধর, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহিব হাসান, প্রবাসী কমিউনিটি নেতা আনোয়ার হোসেন, সমাজসেবক মন্নান বক্স, আওয়ামীলীগ নেতা কাওছার আহমদ।

আরও পড়ুনঃ  ৬.৩ ডিগ্রিতে কাঁপছে চুয়াডাঙ্গা

নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন, আবু হানিফা, লিলুউর রহমান পংকী, আব্দুল মতিন, মো: সাইদুর রহমান, জুবেল আহমদ, আতাউর রহমান কাওছার, রায়হান আহমদ।