আগামী ২৩ই জানুয়ারি সোমবার ওসমানীনগর ইসলামিক একাডেমি দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার, আল্লামা সাইয়্যেদ কামাল উদ্দীন আব্দুল্লাহ জাফরী।
ওসমানীনগর ইসলামিক একাডেমি দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সুহরাব আলী জানান, তাফসীর মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা সাইয়্যেদ কামাল উদ্দীন আব্দুল্লাহ জাফরী এবং বিশেষ অথিতি হিসেবে তাফসীর পেস করবেন তরুণ প্রজন্মের প্রিয় মুফাসসির শায়খ সাদিকুর রহমান আল আজহারী,বিশেষ অথিতি হিসেবে তাফসীর পেস করবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেস ইমাম ও খতিব মাওলানা মতিউর রহমান, তাফসীর পেস করবেন
মৌলভীবাজার জামেয়ার অধ্যক্ষ মাওলানা আব্দুল হক ।
মাদ্রাসার সুপার মাওলানা সাদিক সিকান্দার জানান, ইতিমধ্যে আয়োজনকে সফল করার লক্ষ্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এদিকে সাইয়্যেদ কামাল উদ্দীন আব্দুল্লাহ জাফরীর আগমন উপলক্ষে মাঠ ও মঞ্চ প্রস্তুতি পর্যবেক্ষণ-পরিদর্শন করেছেন আয়োজক কমিটি এবং মাদ্রাসার গভর্নিং বডির সদস্যরা।
এ সময় তারা মঞ্চস্থল, আসন, পয়:নিষ্কাশন ব্যবস্থাসহ সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন। এলাকার মাহফিল আয়োজক কমিটি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।