সিলেটের ওসমানীনগরে কয়েক শতাধিক নেতাকর্মীর সামনে শফিক চৌধুরী বলয় ত্যাগের ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও আম্বিয়াগ্রুপের কর্ণধার জাবেদ আহমদ আম্বিয়া।
গত সোমবার রাতে সম্প্রতি ঘোষিত উপজেলা ও তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানের
প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠনের ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর ভূমিকা তুলে ধরে ঘোষণা দেন।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, চৌধুরীরা প্রয়োজনের সময় আমাদের ব্যবহার করে নিজেদের স্বার্থ আদায় করে কিন্তু পরে ভুলে যান। ছাত্রলীগের কমিটি গঠনের ব্যাপারে আনোয়ারুজ্জামান চৌধুরীর
নীতির প্রসংশা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রুকন আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং মাহবুব আহমদের সঞ্চালনায় সংবর্ধনা অুনষ্ঠানের প্রধান বক্তা ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মো. নুরুল ইসলাম নূর মিয়া, আমন্ত্রিত অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী মো. রাকিব আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবলীগ নেতা কিবরিয়া মিয়া, ইউপি সদস্য মাহফুজুল হক আকলু, শাহ আলমগীর, উপজেলা কৃষক লীগ নেতা আবদুল মতিন, যুবলীগ নেতা সিহাব আহমদ, প্রবাসী ফজলু মিয়া, সিলেট মহানগর শ্রমিক লীগ নেতা এনাম হোসেন, ইউনিয়ন যুবলীগ নেতা হেলাল আহমদ, গয়াস মিয়া, উপজেলা যুবসংঘের সভাপতি লিলবর হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা জুবায়ের সিদ্দিক, আমজাদ হোসেন, নাহিদ আহমদ ও শাহাবুদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলা ও তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়া আম্বিয়া গ্রুপের নেতাদের সংবর্ধনা প্রদান করা হয়।
প্রসঙ্গত, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে দীর্ঘদিন ধরে ওসমানীনগরে আওয়ামী লীগ দ্বিখন্ডিত। তার মধ্যে রয়েছে অনকে উপগ্রুপও। এতদিন আম্বিয়াগ্রুপের নেতাকর্মীরা শফিক চৌধুরী বলয়ের সাথে ছিলেন।