ইজতেমায় খেজুর বিলিয়ে নগদ দেনমোহরে শতাধিক যৌতুকবিহীন বিয়ে - News Portal 24
ঢাকাSaturday , ১৪ জানুয়ারী ২০২৩

ইজতেমায় খেজুর বিলিয়ে নগদ দেনমোহরে শতাধিক যৌতুকবিহীন বিয়ে

নিউজ পোর্টাল ২৪
জানুয়ারী ১৪, ২০২৩ ১০:৩৬ অপরাহ্ন
Link Copied!

গাজীপুরের টঙ্গীর কহর দরিয়া খ্যাত তুরাগ নদের তীরে শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে আলমি শূরার তত্ত্বাবধানে (জুবায়েরপন্থি) মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে নগদ কাবিনের টাকা পরিশোধের মধ্য দিয়ে শতাধিক যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খুরমা খেজুর বিতরণ করা হয়।

শনিবার (১৪ জানুয়ারি) বিকালে ইজতেমা মাঠে তাবলিগের রেওয়াজ অনুযায়ী এই যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়। সকাল থেকেই অভিভাবকরা পাত্র-পাত্রীদের নাম তালিকাভুক্ত করাতে শুরু করেন। পরে বাদ আছর ইজতেমা ময়দানের পশ্চিম-উত্তর দিকে দোয়া মঞ্চ থেকে এসব বিয়ে পড়ান ভারতের মাওলানা জুবায়রুল হাসানের ছেলে মো. জোহায়রুল হাসান।

বিষয়টি নিশ্চিত করে ইজতেমার মাঠ আলেমি শুরার নারায়ণগঞ্জের তাবলিগ কর্মী জালাল মিয়া জানান, নগদ কাবিনের শর্তেই বর-কনের মধ্যে এসব বিয়ে সম্পন্ন হয়। মেয়ের পরিবারের পক্ষ থেকে তার অভিভাবক অনুমতি নিয়ে মাঠে উপস্থিত হন। বিয়ের শর্ত মোতাবেক বরকে পুরো কাবিনের টাকা কনে পক্ষকে পরিশোধ করতে হয়। এর মধ্যে ১ লাখ টাকা কাবিনের একটি বিয়ে ৮০ হাজার টাকা নগদ ও ২০ হাজার টাকা বাকি ছিল। কিন্তু পরে মাঠেই ২০ হাজার টাকা সংগ্রহ করে তা পরিশোধ করেই বিয়ে সম্পন্ন করা হয়।

তিনি আরও জানান, মাঠে বয়ানের মিম্বর থেকে একযোগে শতাধিক বিয়ে সম্পন্ন করেন ভারতের মাওলানা জুহায়রুল হাছান। বিয়ে শেষে নব দম্পতিদের জন্য দোয়া ও খেজুর বিতরণ করা হয়।

ইজতেমায় এসে জনৈক লোকমান হোসেন সত্তর হাজার টাকা দেনমোহরে যৌতুকবিহীন বিয়ে করেন। বিয়ে শেষে লোকমান হোসেন বলেন, যৌতুকবিহীন বিয়ে করেছি। মেয়ে পক্ষ থেকে মেয়ের বাবা (শ্বশুর) এসেছেন। বিয়ের আগে দেনমোহরের টাকা পরিশোধ করেছি। ইজতেমা ময়দানে এসে বিয়ে সম্পন্ন করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। নিশ্চিত, আল্লাহ আমাদের কবুল করবেন।

আরও পড়ুনঃ  দ্বিতীয় দফায় তৌফিকুল ইসলাম ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ

এদিকে, দ্বিতীয় দিনেও লাখো মুসল্লির পদচারণায় মুখর বিশ্ব ইজতেমা ময়দান। সকাল থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে হেদায়েতি বয়ান আর জিকির আসকারে মশগুল অংশগ্রহণকারীরা।

এবার প্রায় ৬৬ দেশের ৫ হাজারের মতো বিদেশি অতিথি অংশ নিচ্ছেন ইজতেমায়। তাবলীগ জামায়াতের আতিথেয়তা আর প্রশাসনের ব্যবস্থাপনায় মুগ্ধ তারা। ইজতেমার কার্যক্রম সুষ্ঠু আর নির্বিঘ্ন করতে কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য।

রোববার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাতের আগে ও পরে মানুষের চলাচল স্বাভাবিক রাখতে কয়েকটি রুটে যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। মাঝে চারদিন বিরতির পর ২০ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব এবং ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।