আবু ইউসুফ ভূঁইয়ার মৃত্যুতে আইনমন্ত্রীর শোক - News Portal 24
ঢাকাThursday , ১৯ জানুয়ারী ২০২৩

আবু ইউসুফ ভূঁইয়ার মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

Link Copied!

কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আবু ইউসুফ ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, এমপি।

আজ এক শোকবার্তায় আইনমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জনাব আবু ইউসুফ ভূঁইয়া, প্রধান শিক্ষক, পৌর উচ্চবিদ্যালয়, কসবা, ব্রাহ্মণবাড়িয়া, আহবায়ক, মাধ্যমিক শিক্ষক সমিতি কসবা, সাবেক সভাপতি, মাধ্যমিক শিক্ষক সমিতি কসবা, সাবেক তিন বারের সাধারণ সম্পাদক, মাধ্যমিক শিক্ষক সমিতি কসবা, সাবেক কমিশনার, বাংলাদেশ স্কাউট কসবা উপজেলা শাখা, সাবেক শিক্ষক পানিয়ারূপ উচ্চ বিদ্যালয়, সাবেক দুই বারের ম্যানেজিং কমিটির সদস্য পানিয়ারূপ উচ্চ বিদ্যালয়।

তিনি কসবা উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ছিলেন। উনি বেঁচে থাকা অবস্থায় যে সকল দায়িত্বগুলো পেয়েছিলেন সেগুলো খুবই সুন্দর এবং বিচক্ষণ ভাবে পালন করেছেন, গতকাল বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬:১৫ মিনিটে, কুমিল্লা সি,ডি প্যাথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আরও পড়ুনঃ  দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত