সোনাপুরে আল-নুর ফাউন্ডেশনের ফ্রি চক্ষু চিকিৎসা সেবা - News Portal 24
ঢাকাTuesday , ২৭ ডিসেম্বর ২০২২

সোনাপুরে আল-নুর ফাউন্ডেশনের ফ্রি চক্ষু চিকিৎসা সেবা

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৭, ২০২২ ৬:৪৩ অপরাহ্ন
Link Copied!

বালাগঞ্জের সোনাপুরে সুবিধাবঞ্চিত ৫ শতাধিক মানুষকে মঙ্গলবার দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৫৫ জনকে সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য ব্যবস্থা করা হয়েছে।

আল-নুর ফাউন্ডেশন এর উদ্যোগে ও উমাইয়া_হামজা আই ক্যাম্প ইউ’কের সৌজন্য সোনাপুর গ্রামের তজ্জমুল হুসেন জনি মেম্বার ও আহমদ আলীর বাড়িতে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে চিকিৎসা সেবা দেন ভার্ড চক্ষু হসপিটাল ওসমানী নগরের চিকিৎসকরা। চিকিৎসা সেবাবঞ্চিত দরিদ্র মানুষজন এই সেবা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চক্ষু চিকিৎসা সেবার আয়োজক যুক্তরাজ্য প্রবাসী কবির হুসাইন বলেন, প্রত্যন্ত অঞ্চলের সবগুলো গ্রামের মানুষ চিকিৎসা সেবা বঞ্চিত। তাদের অনেকেই স্বাস্থ্য সেবার জন্য অনেক দূরের হাসপাতালে যেতে পারেন না। এই স্বাস্থ্য সেবায় তাদের সম্পূর্ণ বিনা খরচে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন ও চশমা ঔষধ বিতরণ করা হয়েছে। আগামীতেও প্রতি বছর এই সেবা অব্যাহত থাকবে।

এতে উপস্থিত ছিলেন, সমাজ সেবক আহমদ আলী, তজম্মুল হোসেন জনি মেম্বার, আন্তর্জাতিক মানবাধিকার দূর্নীতি বিরোধী সোসাইটির সিলেট জেলা শাখার সহ-সভাপতি হাজি মাসুক মিয়া,কালিবাড়ী বাজার বণিক সমিতি সহ-সভাপতি মতছির আলী মুন্না, ডেইলি নিউজ পোর্টাল টোয়েন্টিফোরের প্রকাশক আবরার আহমদ চৌধুরী, মুশাহিদ আলী, শামিম আহমদ, আব্দুল আজিজ, সাংবাদিক আতাউর রহমান কাওছার, মানবাধিকার কর্মী রবিউল ইসলাম মাছুম, শাহজাহান গাজী, মুজাহিদ আলী, তাজিদ হুসেন, জাবেদ আহমদ, প্রমুখ।

আরও পড়ুনঃ  নোয়াখালী'র কবিরহাট উপজেলায় অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার