সুপার ফুড চিয়া সিড চাষ হচ্ছে উল্লাপাড়ায় - News Portal 24
ঢাকাFriday , ৩০ ডিসেম্বর ২০২২

সুপার ফুড চিয়া সিড চাষ হচ্ছে উল্লাপাড়ায়

মারুফ সরকার, সিরাজগঞ্জ প্রতিনিধি 
ডিসেম্বর ৩০, ২০২২ ৫:১৮ অপরাহ্ন
Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এখন সুপার ফুড চিয়া সিড এর আবাদ হচ্ছে। গতবারও ওই ফসলের আবাদ হয়েছিল। এবার আরো বেশি জমিতে এর আবাদ হয়েছে। উপজেলার সরাতলা, রতনদিয়ার মাঠে প্রায় দশ হেক্টর জমিতে এর আবাদ হয়েছে। গত বছর সরাতলা গ্রামের মাঠে জান্নাত আলী নামে একজন কৃষক প্রথম এই ফসলের আবাদ করেন।

উপজেলার কয়ড়া ইউনিয়নের সরাতলা ও রতনদিয়ার মাঠে ছয়জন কৃষক চিয়া সিড ফসলের আবাদ করেছেন। তারা হলেন, জান্নাত আলী, ঠান্ডু মিয়া, হেলাল উদ্দীন, আমজাদ হোসেন ও হেলাল মিয়া। কৃষি অফিস ও কৃষকরা জানিয়েছেন, প্রায় দশ হেক্টর জমিতে চিয়া সিড এর আবাদ হয়েছে।

গত বছর উল্লাপাড়া উপজেলায় প্রথম সরাতলা গ্রামের কৃষক জান্নাত আলী নিজের ২৮ শতক জমিতে চিয়া সিড এর আবাদ করেন। এ প্রতিবেদককে তিনি বলেন এবারে প্রায় ২০ বিঘা জমি লিজ নিয়ে এ ফসলের আবাদ করেছেন। প্রথম বছরের আবাদে তিনি চিয়া সিড ফসলের বীজ ঢাকা থেকে এনেছিলেন। তিনি ২৮ শতক জমিতে আবাদ করে সোয়া তিন মণ ফলন পেয়েছিলেন। সব খরচ বাদ দিয়ে প্রায় চল্লিশ হাজার টাকা তার লাভ হয়েছিলো। ঢাকায় একটি ঔষধ কোম্পানীর কাছে উৎপাদিত চিয়া সিড বিক্রি করেছিলেন।

এবারের মৌসুমে সরাতলা গ্রামের কৃষক সাবেক ইউপি সদস্য ঠান্ডু মিয়া সবচেয়ে বেশি জমি লিজ নিয়ে চিয়া সিড এর আবাদ করেছেন। তিনি প্রায় ২৯ বিঘা জমিতে চিয়া সিড ফসলের আবাদ করেছেন। চিয়া সিড এর আবাদকারী কৃষকেরা ও উপ সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, চিয়ার বীজ বোনার পর একশো দিনের মধ্যে ফসল কেটে ঘরে তোলা যায়। কৃষক জান্নাত আলী, ঠান্ডু মিয়া জানান, কম খরচে এ ফসলের আবাদ করা যায়। আয়ও বেশি। তাই এর আবাদ করেছেন। এদিকে গত ২৭ ডিসেম্বর দুপুরে কৃষি বিভাগের বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ নজরুল ইসলাম, সিরাজগঞ্জ খামারবাড়ী এর উপ পরিচালক বাবলু কুমার সুত্রধর, জেলা প্রশিক্ষণ অফিসার আ.জা.মু. আহসান শহীদ সরকার প্রমুখ চিয়া সিড এর আবাদ করা জমির ফসল পরিদর্শন করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন উল্লাপাড়া উপজেলার সরাতলা ও রতনদিয়ার মাঠ দুটির প্রায় দশ হেক্টর পরিমাণ জমিতে কৃষকেরা আগ্রহভরে চিয়া সিড এর আবাদ করেছেন। ওমেগা-৩ , এন্টি অক্সিডেন্ট ফাইবার সমৃদ্ধ সুপার ফুড চিয়া সিড সুপার শপগুলোয় কেনাবেচা হয়। এর দাম কেজি প্রতি ১৩ থেকে ১৪ শ টাকা। তিনি আরো বলেন, দেশে এ ফসলের আবাদে এর আমদানী নির্ভরতা কমে আসবে।