ফুলবাড়ীর ভাঙ্গামোড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আবু মুসা - News Portal 24
ঢাকাMonday , ২৬ ডিসেম্বর ২০২২

ফুলবাড়ীর ভাঙ্গামোড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আবু মুসা

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ডিসেম্বর ২৬, ২০২২ ৫:৪৪ অপরাহ্ন
Link Copied!

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দুইবারের নির্বাচিত সফল ইউপি সদস্য আবু মুসা। গত ২৩ ডিসেম্বর তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহন করেছেন।

জানা গেছে, উপজেলার ৫ নং ভাঙ্গামোড় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ ওমরাহ হজ্জ পালনের উদ্দেশ্য গত ২৩ ডিসেম্বর মক্কা গমন করেন। এ অবস্থায় গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের সাধারণ সভায় আবু মুসাকে আগামী ২৫ দিনের জন্য ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়।

এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু মুসা বলেন, আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে আমি তা যথাযথ ভাবে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।