ফরাজী হাসপাতাল বারিধারায় একসঙ্গে তিন সন্তানের জন্ম, হাসপাতালে আনন্দোৎসব - News Portal 24
ঢাকাThursday , ২৯ ডিসেম্বর ২০২২

ফরাজী হাসপাতাল বারিধারায় একসঙ্গে তিন সন্তানের জন্ম, হাসপাতালে আনন্দোৎসব

মারুফ সরকার
ডিসেম্বর ২৯, ২০২২ ৪:০৮ অপরাহ্ন
Link Copied!

ঢাকা বারিধারায় ফরাজী হাসপাতালে শান্তা বেগম (২১) নামে এক নারী একসঙ্গে তিন পুত্রসন্তান প্রসব করেছেন। বুধবার বেলা ১২টার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে তিনি তিন সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও তিন সন্তান সুস্থ আছেন বলে জানিয়েছেন হাসপাতালের উপ ব্যবস্থাপনা পরিচালক ডা.মুহাম্মদ ইব্রাহিম মাসুম বিল্লাহ। এ সংবাদে হাসপাতাল জুড়ে আনন্দোৎসব শুরু হয়েছে। হাসপাতালে মিষ্টিও বিতরণ করা হয়েছে।

শান্তা খাতুন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার সাদ্দাম হোসেনের স্ত্রী।

ফরাজী হাসপাতাল হাসপাতাল সূত্রে জানা গেছে , বুধবার সকাল ৮টায় প্রসব বেদনা নিয়ে শান্তা বেগম ভর্তি হলে ফরাজী হাসাপাতালের গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. মিম শাহরিনের পরামর্শে নরমাল ডেলিভারির ব্যবস্থা নেয়া হয়। হাসপাতালের চিকিৎসক ও নার্স টিমের যৌথ প্রয়াসে ডেলিভারি সম্পন্ন হয়।

সন্তানদের সাদ্দাম হোসেন জানান, ফরাজীর চিকিৎসা সেবার মানে আস্থা রেখে আমরা এখানে এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা সন্তুষ্ট। আমার স্ত্রী ও সন্তানেরা সুস্থ আছে। তিনি সন্তানদের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আরও পড়ুনঃ  কবিরহাটে অটোরিকসা চালককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২